কিভাবে মোটরসাইকেল চেইন থেকে মরিচা পরিষ্কার করবেন


কিভাবে মোটরসাইকেল চেইন থেকে মরিচা পরিষ্কার করবেন

মোটরসাইকেল বা দুই চাকার এই যান অনেকটা বিপদের বন্ধুর মতো। বর্তমানে শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক উন্নত দেশেই যানজট একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সময় মতো অফিস কিংবা ক্লাসে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য দিন দিন বেড়েই চলেছে, মোটরসাইকেল, ই-বাইকের চাহিদা।

তবে মোটরসাইকেল কিনলেও অনেকেই ঠিকভাবে এর যত্ন নেন না। ফলে দেখা দেয় বাইকের নানান সমস্যা। বিশেষ করে মোটরসাইকেলের চেনে জং ধরে যায়। তবে এটি বর্ষার সময় বেশি হলেও শীতেও মোটরসাইকেল বা সাইকেলের চেনে জং ধরে। যখন তেল দেওয়া হয় না, তখন লোহার হাতলেও মরচে পড়তে শুরু করে। যার ফলে চেন কেটে যাওয়ার সম্ভবনা থাকে।

খুব সহজে বাড়িতেই মোটরসাইকেল বা সাইকেলের চেনের জং পরিষ্কার করতে পারবেন। এমনকি চেন হবে একেবারে নতুনের মতো। মাঝে মাঝেই এই উপায়ে চেন পরিষ্কার করে নিন। তাহলে বর্ষা বা শীতে চেনে জং ধরতে পারবে না।

বেকিং সোডা
বেকিং সোডা যে কোনো দাগ পরিষ্কার করার জন্য খুবই ভালো। কমবেশি সবার বাড়িতেই এই উপাদানটি থাকে। না থাকলে কিছুটা বেশি করে কিনে রাখতে পারেন। বাইকের চেন পরিষ্কারের পাশাপাশি অনেক কাজেই লাগাতে পারবেন এটি। মোটরসাইকেল বা সাইকেলের চেন পরিষ্কার করতে অল্প বেকিং সোডার সঙ্গে কিছুটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চেনে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর পুরোনো ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।

ভিনেগার
আমরা বিভিন্ন খাবার বা আচার ভালো রাখতে যে ভিনেগার ব্যবহার করি সেটি দিয়ে মোটরসাইকেলের চেন পরিষ্কার করতে পারবেন। জং ধরা সাইকেল বা বাইকের চেইনটিকে খুলে সারারাত সাদা ভিনেগারে ডুবিয়ে রাখুন। পরদিন ব্রাশ বা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে কিছু সময়ের জন্য এই চেনটি পরিষ্কার করে নিন। চাইলে এরপর কিছুটা তেল লাগিয়ে দিতে পারেন মোটরসাইকেল বা সাইকেলের চেনে।

টুথপেস্ট
জং ধরা সাইকেল বা মোটরসাইকেলের চেনটি টুথপেস্ট ও লেবু দিয়ে সহজেই পরিষ্কার করা যায়। পুরোনো টুথব্রাশের সাহায্যে চেনে টুথপেস্ট লাগান এবং ব্রাশ দিয়ে ৫-১০ মিনিট ঘষে নিন। চেন পরিষ্কার হয়ে গেলে, এটি একটি কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিন।

লবণ
একটি লেবু মাঝ থেকে কেটে কিছু লবণ ছিটিয়ে দিন। এরপর সেটি দিয়ে সাইকেল বা মোটরসাইকেলের চেনটি ঘষুন। কিছুক্ষণের মধ্যে চেনটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। মুছে নিয়ে চেনে তেল লাগান। সময়ে সময়ে চেনে তেল লাগালে তাতে জন্য ধরে না।

More Tips

একটি মোটরসাইকেল স্পার্ক প্লাগ পরিষ্কার করা একটি অপেক্ষাকৃত সহজ প্রক্রিয়া যা কয়েকটি মৌলিক সরঞ্জাম দিয়ে করা যেতে পারে। এখানে একটি মোটরসাইকেল স্পার্ক প্লাগ পরিষ্কার করার পদক্ষেপ গুলি রয়েছেঃইঞ্জিন থেকে স্পার্ক প্লাগটি সরানঃ স্পার্ক প্লাগটি আলগা করতে একটি স্পার্ক প্লাগ সকেট এবং র্যাচেট ব্যবহার করুন এবং তারপরে এটি ইঞ্জিন থেকে সরান।স্পার্ক....EnglishBangla
মোটরসাইকেল প্রেমীদের যেন আত্মার সঙ্গে জুড়ে থাকে তার শখের মোটরসাইকেলটি। দুই চাকার যানটির সঙ্গেই যেন তার যত সন্ধি। তবে ঠিক মতো পরিচর্চা না করা কিংবা আরও বিভিন্ন কারণে সাধের বাইকের গতি কমতে থাকে। কমবেশি সব বাইকারকেই এ সমস্যার সম্মুখীন হতে হয়।বাইকের মাইলেজ কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য....EnglishBangla
বাংলাদেশে রাস্তাঘাটে প্রচুর ধূলাবালি আর কাদামাটি রয়েছে। রাস্তায় চলতে গেলে আপনার মোটরসাইকেলে ধূলাবালি আর কাদামাটি লাগবেই । আর এই ধূলাবালি আর কাদামাটি বাইকের জন্য প্রচুর ক্ষতিকর। তাই মোটরসাইকেল ভাল রাখার জন্য আমাদের মোটরসাইকেলটিকে নিয়মিত পরিষ্কার করা উচিৎ। না হলে বাইকের বিভিন্ন পার্টসে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। ধূলাবালি সাধারণত....EnglishBangla