গনপরিবহনে ভ্রমন বা যাতায়াতের ঝামেলা এড়াতে অনেকেই বাইক কেনার কথা চিন্তা করছেন। আবার অনেকে শখ করেও বাইক কেনার কথা ভাবছেন। তবে বাইক সম্পর্কে ভালো ধারনা না থাকার কারনে অনেকেই বুঝে উঠতে পারেন না যে কোন ধরনের বাইক কিনবেন বা কোনটি কিনলে ভালো হবে। অনেকেই আবার এই সিদ্ধান্ত হীনতায় ভোগেন যে বাইক কিনবেন নাকি স্কুটার কিনবেন। সেজন্যে বাইক কেনার আগে বাইক সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। আশা করছি আমাদের আলোচনা আপনার সিদ্ধান্ত নিতে অনেকটা সহায়তা করবে।
স্কুটার না বাইক কোনটি কিনবেনঃ
প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে আপনি কোনটি কিনবেন বাইক না স্কুটার। যে ধরনের বাইক আপনি বেশি পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটিই কিনবেন।তবে বাইক এর তুলনায় স্কুটার অনেকটা আরামদায়ক হওয়ার কারনে রাস্তায় চলাচল বেশ সহজ হয়।এছাড়াও স্কুটার এ রয়েছে স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সুবিধা। স্কুটারে বসার জায়গাও থাকে অনেক বেশি। স্কুটারে নিজে চলার পাশাপাশি পণ্যও বহনও করা যায়। স্কুটারের দাম মোটরবাইকের তুলনায় কিছুটা কম হওয়ার কারনে অনেকের কাছেই স্কুটারের চাহিদা রয়েছে বেশ।
তবে স্কুটারের ইঞ্জিন মোটরবাইকের ইঞ্জিন এর তুলনায় কিছুটা দুর্বল হওয়ার কারনে অনেকেই বাইক বেশি পছন্দ করে থকেন। অনেক বেশি চলাচল ও বেশি দূরত্বের পথ পাড়ি দেয়ার ক্ষেত্রে স্কুটারের তুলনায় বাইক বেস্ট। একারনে বর্তমানে নতুন জেনারেশন এর কাছে কাছে বাইকই বেশি পছন্দের।
খরচের হিসাব
বাইক বা স্কুটার কেনার আগে অবশ্যই আয় ব্যয়ের হিসাবটি মাথায় রাখা উচিত।কারন বাইক কেনার সময় অনেকেই বাইক কেনার পরবর্তি খরচের কোনো ধারনা রাখেনা।বাইক কেনার সময় অনেকেই ব্যাংক ঋণের সহায়তা নিয়ে থাকেন।পরবর্তিতে এই ঋণের মাসিক কিস্তি, তেল খরচের টাকা সহ মোটর সাইকেলের রক্ষনাবেক্ষন খরচ বাবদ মোটা অংকের টাকা ব্যয় হয়ে থাকে।তাই এইসব খরচ গুলোর ব্যাপারে আগে থেকেই ধারনা লাভ করতে হবে যাতে পরবর্তিতে কোনো সমস্যায় পড়তে না হয়।
নতুন কিনবেন নাকি পুরোনো কিনবেনঃ
বাইক কেনার সময় আপনার বাজেট ও প্রয়োজনের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। তবে আপনি যদি ভালোভাবে চালাতে না পারেন তাহলে আপনার জন্যে পুরোনো স্কুটার বা বাইক বেস্ট।পুরনো বাইকে ভালোভাবে চালানো শেখার কিছুদিন পর পুরোনো বাইকটি বিক্রি করে নতুন বাইক কিনে নিতে পারেন। আবার অনেক সময় অনেক কম দামে অনেক ভালো মানের পুরোনো বাইক কেনা যায়।
বাইকের মডেল ও মাইলেজ সম্পর্কে ধারনা নিন
বাইক বা স্কুটার যেটাই কিনেন না কেন কেনার আগে এর মডেল ও মাইলেজ সম্পর্কে ভালোভাবে ধারনা নিতে হবে। আপনার পরিচিতদের মধ্যে যাদের বাইক আছে বা বাইক সম্পর্কে ভালো ধারনা আছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কোন প্রতিষ্ঠানের বাইক কিনবেন বা কোন মডেলের বাইক কিনবেন তা তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। তবে বাইকটি যেন আরামদায়ক হয়, তা নিশ্চিত করতে হবে।এমন বাইক কেনা উচিত না যেই বাইকের ওজন আপনি নিয়ন্ত্রন করতে পারবেন না।বর্তমান প্রেক্ষাপটে পেট্রলের দাম বৃদ্ধির কারনে আপনাকে অবশ্যই মোটরবাইকের মাইলেজের প্রতি গুরুত্ব দিতে হবে।
সঠিক দাম যাচাই করতে হবে
বাজারে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন দামের বাইক রয়েছে। বাইক কেনার আগে আপনাকে এসব বাইকের দাম ভালো ভাবে যাচাই করে নিতে হবে।সঠিক দাম যাচাই করে বাইক কিনলে আপনি ঠকবেন না। দাম যাচায়ের জন্য আপনি সরাসরি ঐসব প্রতিষ্ঠানে গিয়ে দাম জানতে পারেন অথবা গুগল সার্চের মাধ্যমেও জেনে নিতে পারেন।
সিদ্ধান্ত পর্যায়
এখন আপনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি মোটর বাইক কিনবেন না স্কুটার কিনবেন।তবে এক্ষেত্রে আপনার বয়স ,রুচি এবং সামর্থকে অবশ্যই প্রাধান্য দিতে হবে।