ফুয়েল ইঞ্জাকশন
একটি মোটরসাইকেলে কি পরিমান শক্তির প্রয়োজন তা মূলত ফুয়েল ইনজেকশন এর মাধ্যমে জানা যায়। মোটরসাইকেলে সাধারনত সব সময় একি পরিমান শক্তির প্রয়োজন পড়েনা। কখনো কম কখনো বেশি শক্তির দরকার হয়। মোটরসাইকেলে প্রয়োজন মত জ্বালানি সরবরাহের জন্য ফুয়েল ইনজেকশনে একাধিক সেন্সর ব্যবহার করা হয়। ফুয়েল ইনজেকশনের আরেকটি অন্যতম কাজ হলো এটি যানবাহন নষ্ট হওয়ার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করে থাকে। নিয়মিত ফুয়েল ইনজেকশন পরিষ্কার করার মাধ্যমে আপনি কিছু বাড়তি সুবিধা পেতে পারেন। যেমন মোটরসাইকেলের মাইলেজ বৃদ্ধি, টপ স্পীড বৃদ্ধি , ফুয়েল অপচয় হ্রাস ইত্যাদি।