ফোর স্ট্রোক ইঞ্জিন
খুব সহজ ভাবে বলতে গেলে যে ইঞ্জিনের পিস্টনে ৪ ধরনের স্ট্রোক ব্যবহার করা হয় থাকে তাকে ফোর স্ট্রোক ইঞ্জিন বলে। এখানে সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রো্ক, পাওয়ার স্ট্রোক, এগজস্ট স্ট্রোক পর্যায়ক্রমে নিজেদের কাজ করে থাকে। ফোর স্ট্রোক ইঞ্জিনে প্রতিটি সিলিন্ডারে দুইটি করে ভালভ থাকে। এই ইঞ্জিনের পিস্টন উপরে নিচে ওঠা নামা করে এবং ক্র্যাংশ্যাফট দুইবার ঘোরার মাধ্যমে বাতাশ এবং জ্বালানির মিশ্রন ঘটিয়ে তাপশক্তি উৎপাদন করে সেটাকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরের মাধ্যমে ইঞ্জিন চালু রাখার ব্যবস্থা করে।