ইলেকট্রিক স্টার্ট

বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মোটরবাইক জগতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার সম্বলিত বাইক নিয়ে আসছে মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠানগুলো। একটি মোটরবাইক দুই ভাবে স্টার্ট করা যায়। একটি হলো প্যাডেলের ম্যানুয়াল কিকিং স্টার্ট আরেকটি হলো ইলেকট্রিক স্টার্ট । ইলেকট্রিক স্টার্ট হলো এমন একটি ফিচার যার মাধ্যমে শুধুমাত্র একটি সুইচে টিপ দিয়েই মোটরবাইক স্টার্ট করা যায়। এই সুইচটি মোটরবাইকের ব্যাটারির সাথে সংযুক্ত থাকে। সুইচে টিপ দেয়ার সাথে সাথে পাওয়ার জেনারেট হয় এবং তা বাইক স্টার্ট হতে সাহায্য করে।