ড্রাম ব্রেক
বিভিন্ন প্রকার ব্রেকিং সিস্টেম এর মধ্যে একটি হলো ড্রাম ব্রেক। ডিস্ক ব্রেক এর চাইতে ড্রাম ব্রেক কিছুটা আলাদা। ড্রাম ব্রেক হুইলের ভেতরে থাকার কারনে তাড়াতাড়ি ঠান্ডা হতে পারেনা। যার করনে অনেক সময় সমস্যায় পড়তে হয়। তবে এটি অনেক বেশি টেকশই হয়। ড্রাম ব্রেকে ভেতরের দিকে চাপ দেয়ার জন্য দুটি প্যাড থাকে। ড্রাম ব্রেক হলো একটি ঘূর্ণায়মান সিলিন্ডার যা চাকার সাথে প্রতিনিয়ত ঘুরতে থাকে। এখানে প্যাড সেটের চাপের কারনে এক ধরনের ঘর্ষন তৈরী হয়। এভাবেই এই ব্রেকিং সিস্টেমটি কাজ করে থাকে।