ডিআরএল
ডিআরএল এর পূর্ণরুপ হলো ডেটাইম রানিং ল্যাম্প /লাইট। ডিআরএল হলো এমন এক ধরনের ডিভাইস যা যে কোনো যানবাহনের সামনের দিকে থাকে। কোনো গাড়ি যখন চলমান অবস্থায় থাকে তখন ডিআরএল থেকে নিজস্বভাবে একধরনের আলো নির্গত হয়। এটি মূলত একধরনের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ডিআরএল মাধ্যমে রাস্তায় চলাচলকারী পথচারী এবং অন্যান্য যানবাহনকে সিগনাল প্রদান করা হয়ে থাকে।