ডিস্ক ব্রেক
বাইকে চলাচলের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রেক। বাইকের ব্রেকিং সিস্টেম ভালো না হলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। অত্যান্ত দ্রুত গতিতে বাইক চালানোর সময় হঠাৎ করেই ব্রেক চাপার প্রয়োজন হতে পারে। সবচাইতে নিরাপদ ব্রেকিং সিস্টেম হলো এবিএস বা (এন্টি লক ব্রেকিং সিস্টেম)। তবে ১৫০ সিসির কম বাইকে এই ব্রেক ব্যবহার করা হয় না। ১৫০ এর কম সিসির বাইকগুলোতে আমরা ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেক দেখে থাকি। ডিস্ক ব্রেক হুইল এর বাইরে থাকার কারনে খুব দ্রুত ঠান্ডা হতে পারে এবং প্রয়োজনের সময় দ্রুত কাজ করতে পারে।