ডাইমন্ড ফ্রেম

একটি বাইক তৈরী করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর ফ্রেম। কেননা বাইকটির ডিজাইন কেমন হবে তা এই ফ্রেমের উপরি নির্ভর করে। অনেকেই এই ফ্রেমকে কঙ্কালের সাথেও তুলনা করে থাকেন। আমরা বিভিন্ন ধরনের ফ্রেমের নাম শুনে থাকি যেমন ব্যাকবোন ফ্রেম, ডেল্টাবক্স ফ্রেম, ডায়মন্ড ফ্রেম, ক্র্যাডল ফ্রেম, ট্রেলিস ফ্রেম, পেরিমিটার ফ্রেম, মনোকোক ফ্রেম ইত্যাদি। তবে এই ফ্রেম গুলোর মধ্যে সর্বাধিক ব্যবহৃত ফ্রেম হলো ডায়মন্ড ফ্রেম। ডায়মন্ড ফ্রেমটি ব্যপক কার্যকর হওয়ার কারনে অধিকাংশ বাইকে এই ফ্রেম ব্যবহার করা হয়। ডাইমন্ড ফ্রেম হালকা ওজনের হওয়ার কারনে যেকোনো বাইকে সহজেই এটি ব্যবহার করা যায়।