সিলিন্ডার
আপনি জানেন কি সিলিন্ডার কি? কি কাজে ব্যবহার এটি? আমরা এটা জানি যে ,যেসব যানবাহন জ্বালানী দ্বারা পরিচালিত হয় সেসব যানবাহনে সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। ইঞ্জিনের যাবতীয় কাজগুলো মূলত সিলিন্ডারের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। একটি ইঞ্জিন চলার জন্যে যে শক্তির প্রয়োজন হয় তা সিলিন্ডার থেকেই সরবরাহ হয়ে থাকে। সিলিন্ডার দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গেল সিলিন্ডার এবং ডাবল সিলিন্ডার। সাধারনত ৮০ থেকে ৫০০ সিসির বাইকে সিঙ্গেল সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। ৫০০ সিসির উপরের বাইকগুলোতে ডাবল সিলিন্ডার ব্যবহার করা হয়।