ক্লাচ

ক্লাচ হলো এমন একধরনের যন্ত্র বা যন্ত্রাংশ  যা ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তিকে গিয়ারবক্স থেকে চাকায় পৌঁছে দেয়। ক্লাচ মূলত কোন চলমান গাড়িকে কন্টোল করার কাজ করে থাকে। পাশাপাশি গড়ীর পাওয়ার বা গতি বাড়াতে এবং কমাতে ক্লাচ এর ব্যবহার করা হয়। একটি গাড়ি যত দ্রুত গতিতেই থাকুক না কেনো ক্লাচ চেপে যদি গিয়ার ছেড়ে দেয়া হয় তাহলে  মুহুর্তের মধ্যেই নিয়ন্ত্রনে চলে আসবে গাড়িটি। আমরা মূলত দুই ধরনের ক্লাচ এর ব্যবহার করে থাকি। একটি হলো ওয়েট ক্লাচ আরেকটি ড্রাই ক্লাচ।