চোক

যে সব বাইকের কার্বুরেটর রয়েছে সেসব বাইকের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে চোক। আমরা অনেক সময় লক্ষ করে থাকি যে জলবায়ু এবং তাপমাত্রার ভিন্নতার কারণে ইঞ্জিনের জ্বালানী এবং বাতাসের পরিমাণ সব সময় ঠিক থাকে না। যার কারনে ইঞ্জিন চালু হতে দেরি হয় বা অনেক ক্ষেত্রে চালুই হয় না। আর এই সমস্যা দূর করার জন্যেই মূলত মোটরসাইকেলে চোক ব্যবহার করা হয়। এই চোকের মাধ্যেই ইঞ্জিনের জন্য প্রয়জনীয় জ্বালানি এবং বাতাশ সরবরাহ করা হয়। চোক পরিবেশ ও তাপমাত্রা জনিত সমস্যার সমাধান হিসেবেই মূলত কাজ করে থাকে।