সিবিএস (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম)

সিবিএস বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম হলো এমন একটি সম্মিলিত ব্রেকিং পদ্ধতি যার মাধ্যমে একটি ব্রেক লেভার প্রেস করলে তা উভয় ব্রেকের জন্য কার্যকর হয়ে যায়। সাধারনত বাইক যখন খুব বেশি গতিতে থাকে তখন একটি ব্রেক চেপে বাইক থামানো খুব বিপদজনক হয়ে যায়। কারন এক্ষেত্রে চাকা জ্যাম হয়ে বাইক উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য হাত বা পায়ের ব্রেক চাপার সময় উভয়ের মধ্যে সামঞ্জস্যতা থাকা খুব জরুরি। যদি কোনো বাইকে সিবিএস সিস্টেম থাকে তাহলে যেই ব্রেকই চাপুন না কেনো নির্দিষ্ট হারে দুটো ব্রেকই একসাথে কাজ করবে।