কারবুরেটর

কারবুরেটর হল এমন একটি যন্ত্র যা মোটরসাইকেলের অভ্যন্তরে বাতাশ এবং তেলের সংমিশ্রন ঘটিয়ে মোটরসাইকেলের এর জন্যে প্রয়োজনীয় জ্বালানি শক্তি দিয়ে থেকে। অর্থাৎ একটি মোটরসাইকেল সামনের দিকে ধাবিত হওয়ার জন্যে যে শক্তির প্রয়োজন হয় তা কারবুরেটর এর মাধ্যেই সরবরাহ করা হয়ে থাকে। এটি একটি অন্তঃদহন প্রক্রিয়ার মাধ্যে দিয়ে ঘটে থাকে। কারবুরেটর দুই ধরনের একটি হলো ম্যানুয়েল আরেকটি হলো ইলেকট্রিক। ম্যানুয়েল কারবুরেটরে বাতাসের পরিমাণ চাইলে কম বেশি করা যায়। তবে ইলেকট্রিক কারবুরেটর অটোমেটিক ভাবে বাতাসের পরিমাণ নিয়ন্ত্রন করে থাকে।