বিএস - ভারত স্টেজ
বিএস এর পূর্ণরুপ হলো ভারত স্টেজ। এটি মূলত এমন এক ধরনের আদর্শমান যার মাধ্যমে যানবাহন থেকে নির্গত ধোয়ার পরিমান নির্ধারন করা হয়। এই ধারনাটি সর্বপ্রথম ইউরোপিয়দের মধ্যে থেকে আসে। তৎকালীন সময়ে ইউরোপে যেসব যানবাহন চলাচল করত সেসব যানবাহন থেকে প্রতিদিন কি পরিমান ধোয়া নির্গত হতো তা পরিমাপ করার জন্যেই এই ধারনার আবির্ভাব ঘটে। ২০০০ সালে প্রথম আবির্ভাব হয় এই আদর্শমানের। পরবর্তিতে 2010 সালের অক্টোবর মাস থেকে সারা ভারত জুড়ে প্রয়োগ করা হয় বিএস এর এই নিয়মটি।