ব্রেক

যে কোন যানবাহন এবং এর চালকের সুরক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হলো ব্রেক। ব্রেক মূলত যানবাহনের অ্যানার্জি শোষণ করে গাড়ির গতি বেগ কমিয়ে আনে এবং গাড়ি থামিয়ে দেয়। গতিশীল কোনো বস্তুর গতি থাকবে এটাই স্বাভাবিক। তবে বস্তুটি যদি গতি হারিয়ে ফেলে তাহলে সেটি থেমে যাবে। এই মূলনীতির উপর ভিত্তি করেই মূলত যেকোনো ইঞ্জিনের ব্রেকিং সিস্টেম তৈরি করা হয়। একটি যানবাহনে বিভিন্ন ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে যেমন, মেকানিক্যাল ব্রেক ,হাইড্রোলিক ব্রেক, এয়ার বা নিউমেটিক ব্রেক সিস্টেম, ইলেক্ট্রিক্যাল ব্রেক, ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক ইত্যাদি।