বিএইচপি

ব্রেকিং হর্স পাওয়ার বা বিএইচপি এমন এক ধরনের ইউনিট যা ইঞ্জিনের শক্তি পরিমাপ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ইঞ্জিনে কি পরিমান পাওয়ার বা শক্তি রয়েছে তা ব্রেকিং হর্স পাওয়ারএর মাধ্যমে জানা যায়। যেকোন গাড়ির ইঞ্জিন ক্রমাগত চলতে থাকার কারনে একটা সময় এর শক্তি হ্রাস পেতে থাকে, যার কারনে ইঞ্জিনের অন্যান্য যন্ত্রপাতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ব্রেকিং হর্স পাওয়ারের সাহায্যে ইঞ্জিনের শক্তি সম্পর্কে ধারনা লাভের মাধ্যমে এই ক্ষতি এড়ানো সম্ভব হয়।