ব্যাটারী
বর্তমানে ব্যাটারি ব্যবহার হয়না এমন জাইগা খুব কমি রেয়েছে। বিদ্যুৎ ব্যবহারে পাশাপাশি ব্যাটারির ব্যবহারও বেড়েছে বহুগুন। ব্যাটারি তৈরী হয় মূলত কয়েকটি সেলের মাধ্যমে আর এই সেল গুলো তৈরী হয় রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে। মোটরসাইকেলের এর ব্যাটারিতে চার্জ দিতে হয়না। এই ব্যাটারিতে মোটরসাইকেল সচল অবস্থায় অটোমেটিক চার্জ হয়ে যায়।