ব্যাকবোন ফ্রেম

সহজ কথায় বলতে গেলে ব্যাকবোন ফ্রেম হলো মানুষের মেরুদন্ডের ন্যায়। অর্থাৎ ব্যাকবোন ফ্রেমকে মোটরসাইকেল এর মেরুদন্ড বলা যায়। এটি এমনভাবে তৈরী করা হয় যা দেখে আপনার মনে হতে পারে যে মানুষের শরীরের উপর এটি ডিজাইন করা হয়েছে। ব্যাকবোন ফ্রেম তৈরী করতে খুব বেশি খরচ হয়না তাই কমদামি বা কম সিসির বাইকগুলোতেও ব্যাকবোন ফ্রেম ব্যবহার করা হয়।