অটো সাইল টেকনোলজি

রাস্তায় বাইক চালানোর সময় গিয়ার পরিবর্তন করতে গিয়ে একটু ঝামেলা পোহাতে হয়। এই বিরক্তি থেকে মুক্তি দিতেই মূলত বাইকে অটো সাইল প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এটি বাইকের অটোমেটিক গিয়ারের কাজ করে থাকে। একটু বুঝিয়ে বললে, ধরুন ২ নং গিয়ারে আছে বাইক এখন আপনি যদি ক্লাচ এবং পিকাপ একসাথে ছেড়ে দেন তাহলে বাইক নিজস্ব ভাবে একটি নির্দিষ্ট গতিতে চলাচল করতে পারবে। ৩ নং ৪ নং গিয়ারে স্পীড তুলনামূলক একটু বাড়বে। আর এই কাজটি মূলত অটো সাইল টেকনোলজি এর মাধ্যমে করা হয়ে থাকে।