এয়ার ফিল্টার

এয়ার ক্লিনার বা এয়ার ফিল্টার এমন এক ধরনের যন্ত্র যা দূষিত বাতাশকে বিশুদ্ধ করার কাজটি সম্পন্ন করে থাকে।মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন তেমনি বাইকের জন্যেও এয়ার ফিল্টার প্রয়োজন। বাইরের ধূলাবালিযুক্ত বাতাশ ইঞ্জিনে প্রবেশ করার সময় এটিকে বিশুদ্ধ করে ইঞ্জিনে প্রবেশ করানো হয়। আর এই কাজটি এয়ার ফিল্টার এর মাধ্যমে করানো হয়।